নারায়নগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন খেলায় ওসি ইউনো কে বরণ আওয়ামীলীগ নেতাদের। আর এতে করে ক্ষোভ দেখা গিয়েছে তৃণমূল বিএনপি নেতা কর্মীদের মাঝে।
জানা যায় মদনপুর ইউনিয়নের রহমানিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ২৪ই অক্টোবর বিকেলে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট (সিজন-২) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়, আর সেখানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী ও বন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসহ ফুটবল খেলা দেখতে আসা হাজারের অধিক ক্রিয়াপ্রেমী। কিন্ত সে ফুলবল খেলায় আয়োজন থেকে শুরু করে প্রশাসন ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করা স্টেজের প্রথম সারিতে বসতে থাকতে দেখা যায়। একাধিক আওয়ামী লীগ নেতাদের। মদনপুর ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য সেলিম রেজা ও আওয়ামী লীগ নেতার রাসেলকে আর তাদের পিছনে করুণ ভাবে দাড়িয়ে থাকতে দেখা যায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম আহম্নেদ, মদনপুর ইউনিয়ন যুবদল নেতা নূরনবীকে।
আওয়ামী সরকারের আমলে বিএনপি করে করে হামলা মামলার শিকার হয়ে আসা সে বিএনপির এই নেতাদের দেখা যায় স্টেজের পেছনে এই ভাবেই দাঁড়িয়ে থাকতে। আর ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের সুযোগ সুবিধা ভোগ করা নেতারা বর্তমান সময় এসেও প্রশাসনের সাথে প্রথম সারিতে বসে খেলা উপভোগ করতে। এই যেনো এক সামনের দিনে বিএনপিকে কঠিন হুশিয়ারি দেওয়ার মত।
তথ্যসূত্রে জানা যায় মদনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান গাজী এম এ সালামের একনিষ্ঠ কর্মী ছিলেন এই সেলিম রেজা ও রাসেল।আরো জানা যায় ৩ই আগস্ট ও ৪ই আগস্ট মদনপুরে ছাত্র জনতার উপর হামলাকালে এই আওয়ামী দুই নেতার ভূমিকা ছিলো সন্ত্রাসীদের মত। দেশি অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে নিরীহ ছাত্র জনতার উপর। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও গাজী এম এ সালাম চেয়ারম্যান মদনপুর ত্যাগ করলেও মদনপুর ২নং ওয়ার্ড বিএনপির নেতাদের ম্যানেজ করে এলাকায় নিজেদের ক্ষমতার জাগান দিচ্ছেন এই দুই আওয়ামী লীগ নেতা। আর তারই প্রমাণ দিলেন বিএনপি ও প্রশাসনের সাথে ফুটবল খেলায় উপস্থিত হয়ে। এলাকাবাসী ও মদনপুর ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতা কর্মীরা এই আওয়ামী দোসর সেলিম রেজা ও রাসেলের গ্রেপ্তারের দাবি জানান।



















