ঢাকা , রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

সংলাপের চিঠি নিয়ে বিএনপি কার্যালয়ের আশপাশে ‘ঘুরছে’ ইসি প্রতিনিধি

সকালে নির্বাচন কমিশন অফিস থেকে চিঠি নিয়ে মহসিন নামের একজন প্রতিনিধি বিএনপির কার্যালয়ে আসেন। যদিও বিএনপির কার্যালয় এখন তালাবদ্ধ। সে কারণে বার্তাবাহক হোটেল ভিক্টোরিয়ায় অবস্থান করছেন।

চিঠি নিয়ে সেখানে অপেক্ষায় আছেন ইসির প্রতিনিধি। চিঠি গ্রহণের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার ২৮ অক্টোবর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করে রেখেছে। বর্তমানে গ্রেপ্তার আতঙ্কে ভয়ে কেউ অফিসে যেতে পারছে না। অফিসের সহকারীরা যাচ্ছে না, পুলিশ অবরোধ করে রাখার কারণে।

আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে। তার মতো অনেক নেতাই এখন জেলে। অনেকে গ্রেপ্তার আতঙ্ক নিয়ে বাড়িছাড়া। তাহলে এই মুহূর্তে ইসির প্রতিনিধির মাধ্যমে পাঠানো চিঠিটি গ্রহণ করবে কে?

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘাতের পর সেদিন রাত ১০টা থেকে তালাবদ্ধ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। প্রথমে কার্যালয়টি ক্রাইম সিন টিম টেপ দিয়ে ঘিরে রাখে। যদিও তার দুই দিন পর সেটা সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও তালাবদ্ধ দলটির কেন্দ্রীয় কার্যালয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সংলাপের চিঠি নিয়ে বিএনপি কার্যালয়ের আশপাশে ‘ঘুরছে’ ইসি প্রতিনিধি

আপডেট সময় ০৪:২০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩

সকালে নির্বাচন কমিশন অফিস থেকে চিঠি নিয়ে মহসিন নামের একজন প্রতিনিধি বিএনপির কার্যালয়ে আসেন। যদিও বিএনপির কার্যালয় এখন তালাবদ্ধ। সে কারণে বার্তাবাহক হোটেল ভিক্টোরিয়ায় অবস্থান করছেন।

চিঠি নিয়ে সেখানে অপেক্ষায় আছেন ইসির প্রতিনিধি। চিঠি গ্রহণের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকার ২৮ অক্টোবর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ করে রেখেছে। বর্তমানে গ্রেপ্তার আতঙ্কে ভয়ে কেউ অফিসে যেতে পারছে না। অফিসের সহকারীরা যাচ্ছে না, পুলিশ অবরোধ করে রাখার কারণে।

আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করেছে। তার মতো অনেক নেতাই এখন জেলে। অনেকে গ্রেপ্তার আতঙ্ক নিয়ে বাড়িছাড়া। তাহলে এই মুহূর্তে ইসির প্রতিনিধির মাধ্যমে পাঠানো চিঠিটি গ্রহণ করবে কে?

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সংঘাতের পর সেদিন রাত ১০টা থেকে তালাবদ্ধ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। প্রথমে কার্যালয়টি ক্রাইম সিন টিম টেপ দিয়ে ঘিরে রাখে। যদিও তার দুই দিন পর সেটা সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখনও তালাবদ্ধ দলটির কেন্দ্রীয় কার্যালয়।