ঢাকা , বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ম্যাচ হারলো পিএসজি

চোটের কারণে নেই দলের বড় তারকা লিওনেল মেসি ও কিলিয়ানে এমবাপ্পে। তাদের ছাড়াই দুই ম্যাচ পর মোনাকোর কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে ক্রিস্তফ গালতিয়েরের দলকে। লিগ ওয়ানের ম্যাচে শনিবার মোনাকো ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজিকে।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে শুরু থেকে আক্রমণের ঝড় বইয়ে দেয় মোনাকো। একের পর এক আক্রমণ করে তিনটি গোলই প্রথমার্ধে তুলে নেয়। মেসি- এমবাপ্পে খেলেননি। তবে আরেক তারকা নেইমার খেললেও দলকে সেভাবে উজ্জীবিত করতে পারেননি। আর গোলকিপার দোনারুম্মা কয়েকটি সুযোগ নস্যাৎ না করলে হারের ব্যবধান আরও বাড়তে পারতো।

ম্যাচ ঘড়ির ৪ মিনিটে এগিয়ে যায় মোনাকো। বক্সে জটলার মধ্যে থেকে লক্ষ্যভেদ করেন রাশিয়ার আলেকসান্দার গোলোভিন।

চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ক্রেপিন দিয়াতার এসিস্টে কোনাকুনি শটে জালে পাঠান উইসাম বেন ইয়েদের।

৩৯ মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় পিএসজি। ব্যবধানও কমায়। বের্নাতের পাসে ফাঁকায় পেয়ে জালে জড়িয়ে দেন মিডফিল্ডার এমেরি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বেন ইয়েদেরের আবারও গোল করে পিএসজিকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দেয়। সতীর্থের পাসে বক্সে পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার।

বিরতির পরও মোনাকোর দাপট চলে। কিন্তু গোল ব্যবধান আর বাড়েনি।

২৩ ম্যাচে তৃতীয় হারে পিএসজি ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোনাকো।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ম্যাচ হারলো পিএসজি

আপডেট সময় ০৩:৫৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

চোটের কারণে নেই দলের বড় তারকা লিওনেল মেসি ও কিলিয়ানে এমবাপ্পে। তাদের ছাড়াই দুই ম্যাচ পর মোনাকোর কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে ক্রিস্তফ গালতিয়েরের দলকে। লিগ ওয়ানের ম্যাচে শনিবার মোনাকো ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজিকে।

প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে শুরু থেকে আক্রমণের ঝড় বইয়ে দেয় মোনাকো। একের পর এক আক্রমণ করে তিনটি গোলই প্রথমার্ধে তুলে নেয়। মেসি- এমবাপ্পে খেলেননি। তবে আরেক তারকা নেইমার খেললেও দলকে সেভাবে উজ্জীবিত করতে পারেননি। আর গোলকিপার দোনারুম্মা কয়েকটি সুযোগ নস্যাৎ না করলে হারের ব্যবধান আরও বাড়তে পারতো।

ম্যাচ ঘড়ির ৪ মিনিটে এগিয়ে যায় মোনাকো। বক্সে জটলার মধ্যে থেকে লক্ষ্যভেদ করেন রাশিয়ার আলেকসান্দার গোলোভিন।

চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। ক্রেপিন দিয়াতার এসিস্টে কোনাকুনি শটে জালে পাঠান উইসাম বেন ইয়েদের।

৩৯ মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় পিএসজি। ব্যবধানও কমায়। বের্নাতের পাসে ফাঁকায় পেয়ে জালে জড়িয়ে দেন মিডফিল্ডার এমেরি।

প্রথমার্ধের যোগ করা সময়ে বেন ইয়েদেরের আবারও গোল করে পিএসজিকে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দেয়। সতীর্থের পাসে বক্সে পেয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফরাসি স্ট্রাইকার।

বিরতির পরও মোনাকোর দাপট চলে। কিন্তু গোল ব্যবধান আর বাড়েনি।

২৩ ম্যাচে তৃতীয় হারে পিএসজি ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। সমান ম্যাচে ১৪ জয় ও ৫ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে মোনাকো।