ঢাকা , শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

বৃষ্টি বাধায় রিজার্ভ ডেতে গড়াল আইপিএল ফাইনাল

লাখো ভক্তের প্রতীক্ষার প্রহর আর শেষ হলো না। আমাদেবাদের আকাশ ভেঙে বৃষ্টি নামলো অঝোরে।আর তাতে চার ঘন্টা অপেক্ষার পরেও মাঠে গড়ায়নি চেন্নাই সুপার কিংস ও গুজরাট ইন্ডিয়ানদের মধ্যকার আইপিএল ফাইনাল।তবে সুখবর হচ্ছে ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছিল।

বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া আজকের আইপিএল ফাইনালও তাই সরে গেল একদিন।

টেবিলের শীর্ষ দুই দলের মধ্যকার এই ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল। একই মাঠে, একই সময়ে।আজ যেহেতু টসই হয়নি, সোমবার ফাইনাল শুরু হবে প্রথম থেকেই।

আইপিএলের ১৬তম আসরের শিরোপানির্ধারণী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে আহমেদাবাদে প্রবল বৃষ্টি হওয়ায় টসও করা যায়নি। এ ধরনের ক্ষেত্রে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত অপেক্ষা করা হয়। অন্তত ৫ ওভার করে ম্যাচ চালানোর জন্য ‘কাট–অফ টাইম’ ধরা হয়েছিল স্থানীয় সময় ১২ টা ৬ পর্যন্ত। তবে রাত এগারোটার পরই নিশ্চিত হয়ে যায়, বৃষ্টি বন্ধ হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করা সম্ভব হবে না। যে কারণে আম্পায়াররা চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং ও গুজরাট কোচ আশিষ নেহরাকে ডেকে আজকের মতো খেলা স্থগিতের কথা জানান।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বৃষ্টি বাধায় রিজার্ভ ডেতে গড়াল আইপিএল ফাইনাল

আপডেট সময় ০৪:১৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

লাখো ভক্তের প্রতীক্ষার প্রহর আর শেষ হলো না। আমাদেবাদের আকাশ ভেঙে বৃষ্টি নামলো অঝোরে।আর তাতে চার ঘন্টা অপেক্ষার পরেও মাঠে গড়ায়নি চেন্নাই সুপার কিংস ও গুজরাট ইন্ডিয়ানদের মধ্যকার আইপিএল ফাইনাল।তবে সুখবর হচ্ছে ফাইনালের জন্য একদিন রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছিল।

বৃষ্টিতে পণ্ড হয়ে যাওয়া আজকের আইপিএল ফাইনালও তাই সরে গেল একদিন।

টেবিলের শীর্ষ দুই দলের মধ্যকার এই ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল। একই মাঠে, একই সময়ে।আজ যেহেতু টসই হয়নি, সোমবার ফাইনাল শুরু হবে প্রথম থেকেই।

আইপিএলের ১৬তম আসরের শিরোপানির্ধারণী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে আহমেদাবাদে প্রবল বৃষ্টি হওয়ায় টসও করা যায়নি। এ ধরনের ক্ষেত্রে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত অপেক্ষা করা হয়। অন্তত ৫ ওভার করে ম্যাচ চালানোর জন্য ‘কাট–অফ টাইম’ ধরা হয়েছিল স্থানীয় সময় ১২ টা ৬ পর্যন্ত। তবে রাত এগারোটার পরই নিশ্চিত হয়ে যায়, বৃষ্টি বন্ধ হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করা সম্ভব হবে না। যে কারণে আম্পায়াররা চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং ও গুজরাট কোচ আশিষ নেহরাকে ডেকে আজকের মতো খেলা স্থগিতের কথা জানান।